নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): বিগত কয়েক মাস ধরে ভারতে করোনা-পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণেই রয়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যা লাগাতার ১০০-র নীচেই রয়েছে, আক্রান্তের সংখ্যাও অনেকটাই নিম্নমুখী। সেই ধারা অব্যাহত রইল বুধবারও। মঙ্গলবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ০৬৭ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৯৪ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৩ হাজারের বেশি করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৫,৬১,৬০৮ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১,০৬৭ জন। ফলে বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ০৮ লক্ষ ৫৮ হাজার ৩৭১-এ পৌঁছে গিয়েছে।
ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১৩,০৮৭ জন। ৯৪ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৫,২৫২ জন। ভারতে এযাবৎ করোনা-মুক্ত হয়েছেন ১,০৫,৬১,৬০৮ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার ৫১১ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ২,১১৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৬৬ লক্ষ ১১ হাজার ৫৬১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৩ লক্ষ ৫২ হাজার ৫৫৩ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।