নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার ঘটনায় প্রধান অভিযুক্ত দীপ সিধুকে অবশেষে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ডেপুটি কমিশনার অফ পুলিশ (স্পেশাল সেল) সঞ্জীব কুমার যাদব জানিয়েছেন, দিল্লি পুলিশের বিশেষ বিভাগের অফিসাররা মঙ্গলবার সকালে দীপ সিধুকে গ্রেফতার করেছেন। প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিলের দিন বিক্ষোভকারীদের একটি দল পৌঁছে যায় লালকেল্লায়। সেখানে ভাঙচুরের পাশাপাশি পতাকাও ওড়ানো হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিল দীপ সিধু। তার বিরুদ্ধেই প্রতিবাদী কৃষকদের ক্ষিপ্ত করে তোলার অভিযোগ উঠেছিল।
এই ঘটনার পর থেকেই ‘ফেরার’ ছিলেন দীপ সিধু। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি দায় এড়ানোর চেষ্টাও করেছিলেন। লালকেল্লায় পতাকা উত্তোলন করার পর নিজের পক্ষে সাফাই দেন সিধু। ‘ফেরার’ দীপের অবস্থান বা গতিবিধি জানাতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। হিংসার ঘটনার প্রায় দু’সপ্তাহ পর অবশেষে পুলিশের জালে এই গায়ক-অভিনেতা। পঞ্জাবের এই অভিনেতা এবং সমাজকর্মী সমর্থন করেছিলেন কৃষক আন্দোলনকে। যদিও তাঁকে ‘বিজেপির চর’ আখ্যা দেন বিক্ষুব্ধ কৃষকদের একাংশ।