BRAKING NEWS

৩য়-৯ম শ্রেণীর পড়ুয়াদের মূল্যায়ণ কর্মসূচির সূচনা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ সোমবার থেকে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন সুকলসহ রাজ্যের বিভিন্ন সুকলেতৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়াশুনার মান মূল্যায়ন কর্মসূচি শুরু হয়েছে৷


করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ছাত্র- ছাত্রীদের পঠন পাঠন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷করোনাকালে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার কতখানি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা দপ্তর৷ করোনাকালে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই মূল্যায়নের কাজ চলবে৷


রাজধানী আগরতলা শহরের উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম সুকল এবং তুলসীবতি বালিকা বিদ্যালয় পরিদর্শন কালে তৃতীয় থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের মূল্যায়ন এর কাজ করতে দেখা গেছে শিক্ষক-শিক্ষিকাদের৷ রাজ্যের অন্যান্য সুকলগুলিতে একই পদ্ধতিতে মূল্যায়ন করা হচ্ছে৷উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম সুকলের সহকারি প্রধান শিক্ষকপ্রবাল চৌধুরী জানিয়েছেন রাজ্যব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷এই কর্মসূচির মধ্য দিয়ে করোনা কালে ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে কতটা অগ্রগতি করতে পেরেছে কিংবা ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে কি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হবে৷


রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এদিন উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে মূল্যায়ন এর কাজ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷শিক্ষামন্ত্রী বলেছেন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষা দপ্তরের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন সংক্রান্ত বিষয় নিয়েএকটি সার্ভে করা হয়েছিল৷ সেই সার্ভের পরিপ্রেক্ষিতে নতুন দিশা নামে একটি প্রকল্প চালু করা হয়৷ পড়াশোনার দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল ছাত্র-ছাত্রীদের চিহ্ণিত করে তাদের জন্য বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা করা হয়৷


তাতে ছাত্রছাত্রীদের মূল্যায়নের ক্ষেত্রে অনেকটাই উন্নতি হয়েছে৷কিন্তু ২০০০ সালের মার্চ মাস থেকে বিশ্বজুড়ে যে করোনা পরিস্থিতির উদ্ভব হয়েছে তার প্রভাব পড়েছে আমাদের রাজ্যেও৷ একটানা ৯ মাস সুকলে কোন ধরনের প্রথম পাঠানো হয়নি৷ ফলে ছাত্রছাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেই ক্ষতিপূরণের লক্ষ্যেই রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এ ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ মহারানি তুলসিবতি বালিকা বিদ্যালয়েও সোমবার থেকে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন এর কাজ শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *