নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ ফেব্রুয়ারি৷৷ ৩২তম সড়ক নিরাপত্তা মাস উদযাপন উপলক্ষে রাজর্ষি কলাক্ষেত্রে সড়ক সুরক্ষার উপর সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগমা বিধান সভা কেন্দ্রের বিধায়ক রাম পদ জমাতিয়া৷ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার দায়িত্ব প্রাপ্ত জেলাশাসক দেবপ্রিয় বর্ধন,গোমতি জেলার অতিরিক্ত জেলা শাসক অরুণ কুমার রায়, গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল, জেলা পরিবহন আধিকারিক পরিতোষ বিশ্বাস, সমাজসেবী অভিষেক দেবরায় ও প্রবীর দাস৷
বিভিন্ন সুকল ও কলেজ থেকে ছাত্র ছাত্রীরা, পরিবহন শ্রমিক এবং অন্যান্য অংশের জনগণ এ আলোচনা চক্রে অংশগ্রহণ করেন৷ কয়েকটি নাট্য সংস্থা সুরক্ষার উপর কয়েকটি ছোট একাঙ্ক নাটক উপস্থাপন করেন৷ অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সড়ক সুরক্ষার উপর জোর দিয়েছেন৷ বিশেষত বাইক চালক এবং ছোট যানবাহন চালকদের সড়ক নিয়ম মেনে চলার উপর গুরুত্বারোপ করেন৷ তারা বলেন সচেতনতাই দুর্ঘটনা কমাতে পারে৷
তাই সচেতন হয়ে যানবাহন চলাচলই দুর্ঘটনা কমানোর একমাত্র উপায় হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন৷ বিশেষত বাইক চালকদের হেলমেট পরিধান করা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন৷ উল্লেখ এই অনুষ্ঠানের ছয় ঘন্টার মধ্যেই গর্জি আউট পোষ্টের অন্তর্গত পেরাতিয় ড্রপগেইট সংলগ্ণ এলাকায় আজ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন উদয়পুর বদরমোকাম এলাকার হিমাংশু নন্দী নামের এক আই ও সির ম্যানেজার৷