নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যসভায় গুলাম নবি আজাদ-সহ বিদায়ী সাংসদদের জন্য বক্তৃতা করার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলতে বলতে গলা ভারী হয়ে যায় মোদীর, বারবার থামতে হয় তাঁকে। সামান্য জল খাওয়ার পর কথা বলতে শুরু করলেও, মনের কষ্ট লুকোতে পারেননি প্রধানমন্ত্রী। বারবার চোখ মুছতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
রাজ্যসভার বিদায়ী সদস্যদের জন্য মঙ্গলবার অধিবেশনের শুরুতেই বক্তব্য পেশ করেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। তারপর বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলাম নবি আজাদের রাজ্যসভার মেয়াদ শেষ হওয়া নিয়ে প্রধানমন্ত্রী প্রথমেই বলেন, ‘‘আমি চিন্তিত, গুলাম নবিজির পরে যিনি এই আসনে বসতে চলেছেন, তাঁকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ, নবিজি শুধু মাত্র দলীয় আদর্শের প্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন দেশের একজন প্রতিনিধি। তিনি রাজ্যসভা ও দেশকে সর্বাগ্রে প্রাধান্য দিতেন। একই কথা বলতে হয় শরদ পওয়ারকে নিয়েও।’’ তারপরেই হঠাৎ আবেগে ভেঙে পড়েন মোদী। বলেন, ‘‘সাংসদরা পরিবারের সদস্যদের মতো। তাঁদের এই ভবন ছেড়ে চলে যাওয়া মনে কষ্ট দেয়। তবে গুলাম নবি আজাদের মতো মানুষেরা সবসময় দেশের স্বার্থে তাঁদের অভিজ্ঞতাথেকে নানা পরামর্শ দেবেন, এই আশা রাখি।’’
শুধুমাত্র প্রধানমন্ত্রীই নন, গুলাব নবি আজাদের রাজ্যসভা থেকে বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী এবং রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আঠওয়ালে। রামদাস বলেন, “আপনাকে রাজ্যসভায় ফিরে আসতেই হবে। যদি কংগ্রেস আপনাকে না ফিরিয়ে আনে, সেক্ষেত্রে আমরা প্রস্তুত রয়েছে। আপনাকে প্রয়োজন রয়েছে রাজ্যসভার।