নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত বক্সি। সোমবার সকালে বাংলায় রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন সুব্রত বক্সি। গত বছর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন সুব্রত বক্সি। এদিন শপথগ্রহণের পর রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুকে অভ্যর্থনা জানান বক্সি এবং সদস্যদের রেজিস্টারে সই করেন। সুব্রত বক্সিকে রাজ্যসভায় স্বাগত জানিয়েছেন বেঙ্কাইয়া নাইডু। এর আগে লোকসভার সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত বক্সি।
গত বছর ১৮ মার্চ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত পাঁচ সাংসদের মধ্যে সুব্রত বক্সি ছিলেন অন্যতম। ওই দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের চার ও বামফ্রন্টের একজন সাংসদ নির্বাচিত হন। ফল ঘোষণার পর প্রায় এক বছর কেটে গেলেও সাংসদ হিসেবে শপথ নেননি একমাত্র সুব্রত বক্সি। তাই চলতি অধিবেশনেই রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুব্রত বক্সি।
2021-02-08