কলকাতা,৮ ফেব্রুয়ারি ( হি স): এখনও শহর ছেড়ে যাওয়ার নাম নেই করোনার। করোনার থেকে মুক্তি পেতে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিম্বঙ্গেও শুরু হয়েছে করোনার টিকাকরণ । স্বাস্থ্যকর্মীদের পর সোমবার করোনা টিকা নেওয়া শুরু করল কলকাতা পুলিশের।এদিন করোনা টিকা নিলেন বিদায়ী পুলিশ কমিশনার অনুজ শর্মা ।
দমকা হওয়ার মত উড়ে এসে শহর জুড়ে জাঁকিয়ে রাজ করছে অদৃশ্য ভাইরাস করোনা। করোনা কাঁটায় নাজেহাল শহর। এরই মাঝে করোনা আবহের হাত থেকে শহরবাসীকে রক্ষা করতে তৎপর প্রশাসন। আর এদিন করোনা টিকা নিলেন বিদায়ী পুলিশ কমিশনার অনুজ শর্মা। তাঁর পাশাপাশি টিকা নিলেন রাজ্য পুলিশের ১০৪ জন কর্মী। এদিন কলকাতা পুলিশ হাসপাতালে হয় এই টিকাকরনের কর্মসূচি।
আজ সকাল এগারোটা থেকে টিকাকরণ শুরু হয়।