নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ইতিমধ্যেই এসে পৌঁছেছে ১১টি রাফাল যুদ্ধবিমান, চলতি বছরের মার্চ মাসের মধ্যেই ভারতে আসতে চলেছে আরও ৬টি রাফাল যুদ্ধবিমান। আরও সুখবর হল, ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যেই সমস্ত সমস্ত রাফাল এয়ারক্রাফট ভারতে এসে পৌঁছেবে। সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত ১১টি রাফাল যুদ্ধবিমান এসে পৌঁছেছে। এ বছরের মার্চের মধ্যে, ভারতের কাছে ১৭টি রাফাল যুদ্ধবিমান থাকবে। ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে, সমস্ত সমস্ত রাফাল এয়ারক্রাফট ভারতে এসে পৌঁছেবে।
প্রতিরক্ষায় বেসরকারিকরণের সম্ভাবনা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে রাজনাথ সিং এদিন রাজ্যসভায় জানিয়েছেন, “দেশীয়করণের উপর জোর দিচ্ছি আমরা। ১০১টি আইটেম বেছে নেওয়া হয়েছে, যা অন্য দেশ থেকে আমদানি করা হবে না। বরং ভারতীয়দের দ্বারা ভারতেই তৈরি করা হবে।”