BRAKING NEWS

পর্নগ্রাফি ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী গহনা বশিষ্ঠ

মুম্বাই, ৭ ফেব্রুয়ারি (হি. স.) :  পর্নগ্রাফি ব্যবসা চালানোর অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার অভিনেত্রী গহনা বশিষ্ঠ। উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও শ্যুট করে নিজের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রবিবার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে গহনাকে।

 ওয়েব সিরিজ ‘গন্দি বাত’-এ অভিনয় সূত্রেই জনপ্রিয় হন গহনা বশিষ্ঠ। ৩২ বছরের এই অভিনেত্রী ৮০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। টেলিভিশনের জগতে আসার আগে মিস এশিয়া বিকিনি অ্যাওয়ার্ডও জেতেন। পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই রমরমিয়ে চলছিল এই চক্র। যে ওয়েবসাইটি গহনা চালাতেন, সেটি আদ্যোপান্ত অশ্লীল ছবি-ভিডিওতে ভর্তি। অভিযোগ, অভিনেত্রী এপর্যন্ত মোট ৮৭টি পর্ন ভিডিও আপলোড করেছেন। দু’হাজার টাকা দিয়ে সাবস্ক্রাইব করে গ্রাহকরা এই ছবি ও ভিডিও দেখতেন বলে জানা গিয়েছে। ছবিতে-বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নামে জোর করে পর্ন ছবিতে অভিনয়ে বাধ্য করার অভিযোগ ওঠে গহনার সংস্থার বিরুদ্ধে। একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পর্নোগ্রাফি শ্যুটের সঙ্গে যুক্ত থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরায় উঠে আসে অভিনেত্রী গহনা বশিষ্ঠের নাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *