নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় ক্রিকেট দলের আগামী দু’বছরের সূচি প্রকাশ করল বিসিসিআই। একটানা ক্রিকেট খেলতে হবে বিরাট কোহালিদের। করোনার কোপে ২০২০ সালের অনেকখানি সময় মাঠের বাইরে কেটেছে টিম ইন্ডিয়ার। আর সেই জন্যই ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ক্রিকেট খেলবেন বিরাট কোহলিরা।
২০২০-তে অনেক প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সব বাতিল হয়েছে। সেগুলি সম্পূর্ণ করার পাশাপাশি পরবর্তী প্রতিযোগিতাগুলিও খেলতে হবে ভারতকে। সূচি অনুযায়ী আগামী এপ্রিল-মে মাসে আইপিএল দিয়ে শুরু হবে ভারতের যাত্রা। ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে দেশের মাটিতে ফিরেছে ক্রিকেট। তারই মধ্যে এবার বিসিসিআই আগামী সফরসূচি প্রকাশ করেছে ।
দেখে নিন আগামী দু’বছরের ভারতের সূচি ঠিক কীরকম হতে চলেছে:
২০২১-এর এপ্রিল থেকে মে:
আইপিএল
২০২১-এর জুন থেকে জুলাই:
১. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ
২. ভারত বনাম শ্রীলঙ্কা (তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি)
৩. এশিয়া কাপ
২০২১-এর জুলাই
ভারত বনাম জিম্বাবোয়ে (তিনটি ওয়ানডে)
২০২১-এর জুলাই থেকে সেপ্টেম্বর:
ভারত বনাম ইংল্যান্ড (৫টি টেস্ট)
অক্টোবর ২০২১:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি)
অক্টোবর থেকে নভেম্বর ২০২১:
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
নভেম্বর থেকে ডিসেম্বর ২০২১:
ভারত বনাম নিউজিল্যান্ড (দু’টি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি)
২০২২-এর জানুয়ারি থেকে মার্চ:
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)
ভারত বনাম শ্রীলঙ্কা (৩টি টেস্ট ও ৩টি ওয়ানডে)
এপ্রিল থেকে মে ২০২২:
আইপিএল
জুন ২০২২:
কোনও সিরিজ বা টুর্নামেন্ট নেই
জুলাই থেকে আগস্ট ২০২২:
ভারত বনাম ইংল্যান্ড (৩টি ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি)
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)
সেপ্টেম্বর ২০২২:
এশিয়া কাপ
অক্টোবর থেকে নভেম্বর ২০২২:
অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
নভেম্বর থেকে ডিসেম্বর ২০২২:
ভারত বনাম বাংলাদেশ (২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি)
ভারত বনাম শ্রীলঙ্কা (৫টি ওয়ানডে)
জানুয়ারি ২০২৩:
ভারত বনাম নিউজিল্যান্ড (৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি)
ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২৩:
ভারত বনাম অস্ট্রেলিয়া (৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)