মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি (হি. স.) : অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট ইয়ারা ভ্যালি ক্লাসিকের সেমিফাইনালে শনিবার অ্যাশলে বার্টির বিরুদ্ধে নামার কথা ছিল সেরেনার উইলিয়ামসের। কিন্তু ডান কাঁধের চোটে কাবু ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ম্যাচের ২৪ ঘণ্টা আগে নিজের নাম প্রত্যাহার করে নেন।
শুক্রবার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ড্যানিলি কলিন্সকে ৬-২, ৪-৬, ১০-৬ সেটে হারিয়েছেন সেরেনা। গতবছর গোড়ালির চোটে মাঝপথেই ফরাসি ওপেন ছেড়েছিলেন। তা থেকে সুস্থ হয়ে কোর্টে ফিরেই ফের ধাক্কা। সেরেনা বলেন, বিশ্বের একনম্বর তারকার বিরুদ্ধে নিজেকে পরখ করে নেওয়ার সুযোগ ছিল। তা হাতছাড়া হল। তবে বার্টিকে উদীয়মান তারকা হিসেবে দেখছেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী।