BRAKING NEWS

ফের টুইটে কেন্দ্র সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.):  ফের টুইটে কেন্দ্রকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ।  বাজেট পেশের পরেই দাম বেড়েছে রান্নার গ্যাসের দাম। উর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দামও। শনিবার এই নিয়েই কেন্দ্র সরকারকে আক্রমণ করেন কংগ্রেসের ওয়ানাড় সাংসদ রাহুল গান্ধী। এর পাশাপাশি আন্দোলনরত কৃষকদের সমর্থনেও টুইট করেন তিনি।

শনিবার সকালে প্রথম টুইটেই রান্নার গ্যাস, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন রাহুল। এই মূল্যবৃদ্ধি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের ছবি পোস্ট করেন রাহুল। সঙ্গে লেখেন, “মোদি সরকার দেশের বাজেট বিগড়ে দিয়েছে। ঘরে এবং বাইরে – উভয়েই।”

 এদিনই দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত দেশজুড়ে জাতীয় সড়কে পথ অবরোধ করছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষকদের সেই আন্দোলনের সমর্থনেও টুইট করেন রাহুল। স্পষ্ট জানান, এই আইন দেশের কৃষক বা শ্রমিক ছাড়াও প্রত্যেক জনগণের জন্যই বিপজ্জনক। লেখেন, “অন্নদাতাদের শান্তিপূর্ণ সত্যাগ্রহ দেশের কল্যাণের জন্য। এই তিন আইন শুধু কৃষক বা শ্রমিকদের জন্য নয়, জনগণ এবং গোটা দেশের জন্যই বিপজ্জনক। কৃষকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *