রাজৌরি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু এবং কাশ্মীরে নিখোঁজ সীমান্তরক্ষা বাহিনীর দুই কনস্টেবল ।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজৌরি জেলার একটি শিবির থেকে দুই কনস্টেবল নিখোঁজ হয়েছে বলে একটি মামলা দায়ের করেছে বিএসএফ।
এক পুলিশ আধিকারিকের মতে গতকাল রাজৌরিতে বিএসএফের দুই কনস্টেবল নিখোঁজ হওয়ার পরে পুলিশে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। তিনি জানান, জেনারেল ডিউটি বিভাগের উভয় কনস্টেবল রাজৌরি জেলার সুন্দরবানি উপ-জেলা সদরের বিএসএফ ক্যাম্পে অবস্থান করছিল।
তিনি বলেছিলেন, বিএসএফ ব্যাটালিয়ন সুন্দরবন থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছে। উপ-জেলা সদরের নিখোঁজ কনস্টেবলদের খোঁজ পেতে তাঁদের অন্য সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, এখনও পর্যন্ত দুই কনস্টেবলের কোনও সন্ধানের সন্ধান পাওয়া যায়নি।