নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালমাটিয়া এলাকা থেকে ৫০কৌটা ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে৷ আটক নেশার বাড়ির নাম রুবেল হোসে৷ তার বাড়ি জয়নগর এলাকায়৷ ঘটনার বিবরণ দিয়ে মহারাজগঞ্জ আউটপোস্ট এর অতি মঙ্গেশ পাটারি জানান তাদের কাছে খবর আসে লালমাটিয়া এলাকায় এক যুবক ব্রাউন সুগার নিয়ে ঘোরাফেরা করছে৷
সেই খবরের ভিত্তিতে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি লালমাটিয়া এলাকায় যান এবং যথারীতি ওই যুবককে আটক করতে সক্ষম হন৷ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে এই সকালে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রেখেছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে পুলিশ৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার সহ নানা নেশাজাতীয় সামগ্রী বিক্রি করে চলেছে একাংশের নেশা কারবারিরা৷ এসব ভয়ঙ্কর নেশার কবলে পড়ে যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ সে কারণেই পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের ওসি জানিয়েছেন৷