নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ ৪ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস৷ রাজ্যেও ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতা মূলক রেলি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অটল বিহারি বাজপেয়ি ক্যান্সার রিজিওনাল হাসপাতাল, জাতীয় স্বাস্থ্য মিশন, এসোসিয়েশন অফ ফিজিওথেরাপি এবং টিপস এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷
সচেতনতামূলক রেলি বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে অভয়নগর পথ ধরে অটল বিহারি বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার হাসপাতালের সামনে গিয়ে সমবেত হয়৷ রেলিতে অংশ নিয়ে অটলবিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের ডাক্তার গৌতম মজুমদার বলেন, ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্যই এই আয়োজন করা হয়েছে৷
তিনি বলেন একটা সময় ছিল যখন রাজ্যে ক্যান্সারের চিকিৎসা করার মতো উপযুক্ত পরিকাঠামোর ছিল না৷ বর্তমানে রাজ্যের ক্যান্সার হাসপাতালে চিকিৎসার যাবতীয় পরিকাঠামো রয়েছে৷ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অটলবিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷