নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ বিশালগড় এর গোকুলনগর এলাকায় স্বামীর অত্যাচারের অতিষ্ঠ হয়ে এক গৃহবধূ হত্যার আসামির বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করেছেন৷ নির্যাতিত গৃহবধূ নাম রূপা দেববর্মা৷ তার স্বামীর নাম অজিত দেববর্মা৷ তাদের দু মাস বয়সের একটি শিশু সন্তান রয়েছে৷ জানা গেছে বিয়ের কিছুদিন পর থেকেই গৃহবধূকে তার স্বামী নির্যাতন শুরু করেন৷
শিশু সন্তান জন্ম হওয়ার পর থেকে গৃহবধূর ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেছে৷ গৃহবধূর বাপের বাড়ি পার্শবর্তী এলাকাতেই৷ তোমার রুপার ওপর স্বামী নির্যাতন চালাচ্ছে খবর পেয়ে রুপার মা তার বাড়িতে গেলে জামাতা অযোধ্যা জামাতা শাশুড়ির চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ নির্যাতিতা গৃহবধূ শেষ পর্যন্ত শেষপর্যন্ত বিশালগড় মহিলা থানার আশ্রয় নিতে বাধ্য হয়েছে৷ বিশালগড় মহিলা থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷