নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): অধিবেশন চলাকালীন রাজ্যসভার ভিতরে মোবাইল ফোন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। সমস্ত সাংসদদের সতর্ক করে নাইডু জানিয়েছেন, অধিবেশন চলাকালীন মোবাইল ফোনের ব্যবহার সংসদীয় শিষ্টাচার বিরুদ্ধ। সমস্ত সদস্যদের তাই সতর্ক থাকতে বলা হচ্ছে। বুধবার অধিবেশের শুরুতেই রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু সমস্ত সদস্যকে সতর্ক করে বলেন, অধিবেশন চলাকালীন যেন ফোন ব্যবহার না করা হয়। অনেকেই অধিবেশন চলাকালীন তা মোবাইলের ক্যামেরায় বন্দি করছেন বলে জানান তিনি। এর পরই নায়ডু বলেন, “এই ধরনের কাজ সংসদীয় শিষ্টাচার বিরুদ্ধ।”
নাইডু আরও জানান, যেমনটা সদস্যরা জানেন, রাজ্যসভা চেম্বারের মধ্যে সেলুলার ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে, যা সংসদীয় বুলেটিন খণ্ড -২ এ বিজ্ঞপ্তি রয়েছে। দেখা যাচ্ছে কিছু সদস্য অধিবেশন চলাকালীন সমস্ত কিছু নিজেদের ফোনে রেকর্ড করছেন এই ধরনের কাজ সংসদীয় শিষ্টাচার বিরুদ্ধ। সদস্যদের রাজ্যসভার ভিতরে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে। অধিবেশন চলাকালীন এই ধরনের রেকর্ডিং এবং সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দেওয়া সদনকে অবমামনা করার সামিল। সমস্ত সদস্যদের তাই সতর্ক থাকতে বলা হচ্ছে।