BRAKING NEWS

৫৬ বেড়ে পাকিস্তানে মৃত্যু ১১,৮০২, মোট করোনা-মুক্ত ৫.০৪ লক্ষ

ইসলামাবাদ, ৩ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানে ফের বাড়ল দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা, সংক্রমণ অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। পাকিস্তানের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সারাদিনে পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩৮৪ জন, এই সময়ে পাকিস্তানে মৃত্যু হয়েছে ৫৬ জনের। ফলে পাকিস্তানে এযাবৎ করোনা কেড়ে নিয়েছে ১১,৮০২ জনের প্রাণ এবং মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৪৯ হাজার ০৩২ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৫ লক্ষ ০৪ হাজার ০৪৬ জন।

বুধবার সকালে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। সবমিলিয়ে পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫,৪৯,০৩২। পাকিস্তানে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩,১৮৪। এযাবৎ পাকিস্তানে সুস্থ হয়েছেন ৫,০৪,০৪৬ জন। পাকিস্তানে পজিটিভিটি রেট ৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *