BRAKING NEWS

ভারতে সক্রিয় রোগী ১.৬০ লক্ষ, মৃত্যু বেড়ে ১,৫৪,৫৯৬

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): কখনও কমছে, কখনও আবার বাড়ছে। মঙ্গলবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৩৯ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ১১০ জনের। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১৪ হাজারের বেশি করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৪,৬২,৬৩১ জন করোনা-রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১,০৩৯ জন। ফলে বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ ৭৭ হাজার ২৮৪-তে পৌঁছে গিয়েছে। 

ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১৪,২২৫ জন। ১১০ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৪,৫৯৬ জন। ভারতে এযাবৎ করোনা-মুক্ত হয়েছেন ১,০৪,৬২,৬৩১ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ০৫৭ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৩,২৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪১ লক্ষ ৩৮ হাজার ৯১৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ১ লক্ষ ৮৮ হাজার ৭৬২ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *