মুজফ্ফরপুর (বিহার), ৩ ফেব্রুয়ারি (হি.স.): বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মারাত্মক বিপত্তি। ভয়াবহ আগুন লাগল বিহারের মুজাফ্ফরপুর জেলার মনিয়ারি পুলিশ স্টেশনে। মঙ্গলবার গভীর রাতে মানিয়ারি থানায় ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে থানার ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী। প্রথমে পুলিশ কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন, পরে খবর পাওয়ার পর আগুন নেভাতে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় বুধবার ভোররাতে আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
সাব-ইন্সপেক্টর সুজিত কুমার মিশ্র জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে থানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে দমকলকে ডাকা হয়, দমকল এসে আগুন নিভিয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।