BRAKING NEWS

ভারত সরকার সেতু তৈরি করুন, দেওয়াল নয় : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): কৃষকদের রুখতে কাঁটাতারের বেড়া, ব্যারিকেড, দিল্লি লাগোয়া সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমানা যেন আন্তর্জাতিক সীমান্তে পরিণত হয়েছে!  রাস্তা জুড়ে রাখা হয়েছে কংক্রিটের ব্যারিকেড। ৩-৪ স্তরে কাঁটাতারের বেড়া। তিন-চার স্তরীয় ব্যারিকেডের পিছনে আড়াআড়ি ভাবে দাঁড় করানো রয়েছে পুলিশের গাড়ি, বাস। সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর—দিল্লির ৩ সীমানাকে এ ভাবেই নিরাপত্তার দুর্গে পরিণত করে ফেলা হয়েছে। আর তা নিয়েই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত সরকারকে উদ্দেশে মঙ্গলবার রাহুল নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘সেতু তৈরি করুন, দেওয়াল নয়।’

গাজিপুর-মেরঠ হাইওয়ে ধরে উত্তরপ্রদেশ থেকে কৃষকরা দিল্লিতে যাতে ঢুকতে না পারে, সে জন্য সেই হাইওয়ের উপর ৪ স্তরীয় নিরাপত্তার দেওয়াল তোলা হয়েছে। দিল্লি-হরিয়ানা সীমানায় হাইওয়েতে অস্থায়ী ইট, সিমেন্টের দেওয়াল তুলে দেওয়া হয়েছে। কয়েকশো পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স-এর জওয়ানরা সর্বক্ষণ নজরদারি চালিয়ে যাচ্ছেন। টিকরি সীমানাতেও একই ছবি ধরা পড়েছে। বেশ কয়েক স্তরে নিরাপত্তার দেওয়াল তোলা হয়েছে সেখানে। রাস্তার উপর বিছিয়ে দেওয়া হয়েছে পেরেক আর গজাল। যাতে কৃষকরা ট্র্যাক্টর নিয়ে এগোতে গেলে সেখানেই আটকে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *