করিমগঞ্জ (অসম), ২৮ জানুয়ারি (হি.স.) : অবৈধভাবে এ দেশে প্রবেশ করে ভারতের বিভিন্ন জেলে আটক সাজাপ্রাপ্ত ১৯ জন বাংলাদেশি নাগরিককে আজ তাঁদের স্বদেশে প্রত্যর্পণ করেছে ভারত সরকার।
বৃহস্পতিবার সকাল থেকে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে তাঁদের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়। এঁদের মধ্যে পাঁচজন মহিলা এবং ১৪ জন পুরুষ ছিলেন। সুতারকান্দি সীমান্ত শুল্কবন্দর দিয়ে বিএসএফ ও রাজ্যের সীমান্ত শাখার পুলিশ আধিকারিকরা অবৈধভাবে এ দেশে অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের বর্ডার গার্ডস অব বাংলাদেশ সংক্ষেপে বিজিপি-র হাতে তুলে দিয়েছেন।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। নগাঁও, চড়াইদেও, ধেমাজি, কোকরাঝাড়, শোণিতপুর, নলবাড়ি, শিলচর, করিমগঞ্জ সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাঁদের আটক করেছিল। পরবর্তীতে জেলে পাঠিয়ে দেওয়া হয় এই ১৯ জন অবৈধ অনুপ্রবেশকারীদের। এঁদের সাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বৃহস্পতিবার করিমগঞ্জের সুতারকান্দি শুল্কবন্দর দিয়ে নিজেদের স্বভূমি বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।