হজাগিরি নৃত্যের জন্য রাজ্যের সত্যরাম রিয়াংকে পদ্মশ্রী খেতাব

আগরতলা, ২৫ জানুয়ারি (হি. স.) ৷৷ হজাগিরি নৃত্যশিল্পী সত্যরাম রিয়াং এ-বছর ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরষ্কারে মনোনীত হয়েছেন৷ ত্রিপুরায় জনজাতি-দের মধ্যে হজাগিরি নৃত্য খুবই জনপ্রিয়৷

দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজারের বাসিন্দা সত্যরাম রিয়াং৷ তাঁর বয়স ৮৫ বছর৷ হজাগিরি নৃত্যের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে তিনি একটি সুকল প্রতিষ্ঠা করেন৷ ওই সুকলে তিনি তরুণদের হজাগিরি নৃত্যকলা নিয়ে শিক্ষাদান করছেন৷ দেশে ও বিদেশে হজাগিরি নৃত্য-কে রক্ষায় ও উন্নতির প্রশ্ণে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তাঁর এই অসামান্য অবদানের জন্য ভারত সরকার সত্যরাম রিয়াং-কে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার দিয়ে ভূষিত করেছিল৷ ১৯৮৭-৮৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত এক সাংসৃকতিক অনুষ্ঠানে সত্যরাম রিয়াং ও তার দল ভারতীয় সাংস্কৃতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেন৷ রাশিয়ায় অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে হজাগিরির নৃত্যশৈলী বিশ্ববাসীকে মুগ্দ করেছিলো৷

সম্প্রতি, ত্রিপুরা থেকে রসম বাদক থাঙ্গা ডারলং, দেবীপ্রসাদ জমাতিয়া এবং জিমন্যাস্ট দীপা কর্মকার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন৷ ইতিপূর্বে হিমাংশু রায় চৌধুরী, ডাঃ রথীন দত্ত পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন৷ এ-বছর পদ্ম পুরস্কারের জন্য ১১৯ জনের তালিকা তৈরি হয়েছে৷ তাতে, ৭ জন পদ্ম বিভূষণ, ১০ জন পদ্ম ভূষণ এবং ১০২ জন-কে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হবে৷ তাঁদের মধ্যে ২৯ জন মহিলা, ১০ জন বিদেশী নাগরিক, ১৬ জন মরণোত্তর এবং ১ জন  তৃতীয় লিঙ্গের পুরস্কার-র জন্য মনোনীত হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *