করোনার ভেকসিন নিলেন প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ জানুয়ারি৷৷ সোমবার কর্নেল চৌমুহনী স্থিত মিশন ডাইরেক্টর অফিসে করোনা ভাইরাস মোকাবেলায় প্রদান করা হয়৷ এদিন  রাজ্যের প্রবীণ শিশু বিশেষজ্ঞ তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায় ভ্যাকসিন গ্রহণ করেন৷ এছাড়া অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দেরকে এদিন ভেকসিন প্রদান করা হয়েছে৷ সোমবার মিশন ডাইরেক্টর অফিসে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস৷ বিধায়ক এদিন করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাক্সিন প্রদান সম্পর্কে বলতে গিয়ে জানান, ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যেই ভয় ভীতি রয়েছে৷ এ নিয়ে অপপ্রচার চলেছে৷ এত তাড়াতাড়ি কিভাবে ভারত করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার করেছে তা নিয়েও নানা মহলে নানা প্রশ্ণ উঠেছে৷ এসব বিষয় নিয়ে বিভ্রান্ত না হতে তিনি অনুরোধ জানিয়েছেন৷ তিনি বলেন  পৃথিবীর  পৃথিবীর ৯২ দেশ ভারতের কাছে ভ্যাকসিন  চেয়েছে ,৷ এই ভ্যাকসিন নিয়ে কারোর মধ্যে কোন ধরনের সংশয় থাকা উচিত নয় বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ রাজ্যের প্রবীণ শিশু বিশেষজ্ঞ তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায় ভ্যাকসিন নিতে এসেছেন খবর পেয়ে ডাক্তার দিলীপ দাস অফিসে ছুটে এসেছেন বলে জানান৷৮২ বছর বয়সে তিনি ভ্যাকসিন গ্রহণ করে সমাজকে অভয়ের বার্তা দিতে চেয়েছেন বলেও বিধায়ক উল্লেখ  করেন৷ ভ্যাকসিন গ্রহণ করতে এসে প্রবীণ চিকিৎসক তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায় বলেন ভ্যাকসিন দিতে পেরে তিনি দারুণ খুশি৷ এই ভ্যাকসিন গ্রহণ করলে ক্ষতির কোনো আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন৷ সকলকে নির্ভয় ভ্যাকসিন গ্রহণ করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যের প্রবেশ শিশু বিশেষজ্ঞ তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায়৷