নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সোমবার আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির করা হয়৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি ডক্টর অলক ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সহ-সভাপতি তথা যুব মোর্চার প্রাক্তন সভাপতি টিংকু রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ রক্তদান শিবির কে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রক্তদান শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা বিজেপির প্রদেশ সভাপতি টিংকু রায় বলেন তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের নিহত বিজেপি নেতা কর্মী সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়ে আগরতলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ রক্তদান শিবির থেকে টিংকু বাবু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন পশ্চিমবঙ্গে যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে তাহলে বিজেপি তাদেরকে কোনভাবেই ক্ষমা করবে না৷ বিসিপিস নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা এবং হত্যাকাণ্ড সংঘটিত করে বিজেপির অগ্রগতির রথ কোনভাবেই থামিয়ে রাখা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন৷ পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন৷ তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালিয়ে যতই চেষ্টা করুক না কেন বিজেপির বিজয়রথ কোনভাবে আটকানো সম্ভব হবে না৷ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ রক্তদান শিবিরে অংশ নিয়ে সদর জেলা সভাপতি গ্রেপ্তার অলক ভট্টাচার্য বলেন যুব মোর্চা হল বিজেপির হৃদস্পন্দন৷ বিজেপি যুব মোর্চা শুধুমাত্র রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকে না তারা সামাজিক কর্মসূচিতে নিজেদের আত্মনিয়োগ করে থাকে৷ রক্তদান শিবির সংগঠিত করার মধ্য দিয়ে বিজেপি যুব মোর্চা তার পরিচয় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ বিজেপি সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি করে দিয়ে বলেন পশ্চিমবঙ্গে এ ধরনের সন্ত্রাস অব্যাহত রাখলে বিজেপি তাদের কোনো ভাবেই ছেড়ে দেবে না৷
2021-01-26

