নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস৷ আগরতলায় আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে৷ এ উপলক্ষে প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ রবিবার রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব এর উপস্থিতিতে আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের চূড়ান্ত মহড়া৷
এদিন পুলিশ, টিএসআর ,আসাম রাইফেলস ,বিএসএফ, সিআরপিএফ সহ মোট দশটি ব্যাটেলিয়ানের প্যারেড প্রদর্শিত হয়৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল রমেশ বৈশ৷ প্রজাতন্ত্র দিবসের দিন আসাম রাইফেলস প্রদর্শনের জন্য রবিবার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ রবিবার উপলক্ষে আসাম রাইফেলস ময়দানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক প্রশাসনের পদস্থ আধিকারিকরা৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক জানিয়েছেন৷