নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ সোনামুড়ার রবীন্দ্রনগর এলাকায় একটি গাড়ির চাকার টায়ার কেটে দিয়েছে দুসৃকতিকারীরা৷ গাড়িটির গ্লাস গুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে,এ ব্যাপারে গাড়ির মালিক সুনামুড়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ সোনামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
গাড়ির মালিক জানিয়েছেন রবীন্দ্র নগর এলাকায় রাস্তার পাশে প্রতিদিন চার পাঁচটি গাড়ি পার্কিং করে রাখা হয়ে থাকে৷ গতকাল স্থানীয় এক যুবক এখানে গাড়ি রাখতে আপত্তি জানিয়েছিল৷ এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়৷রাতেই গাড়ির চাকার টায়ার কেটে ফেলা এবং গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করে৷ গাড়ির মালিক এ ব্যাপারে অভিযুক্ত ২যুবকের নাম উল্লেখ করে সোনামুড়া থানায় মামলা দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই৷
গতকাল রাতে গাড়ির চাকার টায়ার কেটে দেওয়া এবং গাড়ির গ্লাস ভেঙ্গে দেওয়ার ঘটনার পর ওই এলাকায় পার্কিং করে রাখা অন্যান্য গাড়ির মালিকদের মধ্যে ও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে৷ উল্লেখ্য অনেকেরই বাড়িঘরে গাড়ি রাখার মত গ্যারেজ নেই৷ গ্যারেজ না থাকায় রাস্তার পাশেই অনেকে গাড়ি পার্কিং করে রাখেন৷রাস্তার পাশে পার্কিং করে রাখা গাড়িতে ভাঙচুর চালানোর ঘটনা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে৷