ট্রাক থেকে রাবার শিট চুরি বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/ আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ আজ ভোর ৪ ঘটিকায় বীরচন্দ্র নগর এলাকায় মালবাহী ট্রাকথেকে রাবার চুরি করেনিয়েগেলো চোরের দল৷ ঘটনার বিবরনে জানাযায় গতকাল রাতে টি আর ০৮ বি ১৫৪৩ নাম্বারের মালবাহী ট্রাক বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্র নগর থেকে রাবার ক্রয়করে আগরতলার উদ্দ্যোশ্যে রোওনাহয়৷ এরইমধ্যে যান চালক জাগীর মিয়া বীরচন্দ্র নগর এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ী দাড়করিয়ে উনার বাড়ীতে যান৷


বাড়ীতে যাবার পরতিনি গাড়ীতে শব্দ শুনারপর বাড়ীথেকে গাড়ীরকাছে ছুটে আসে৷ তখন তিনি দেখতে পান একটি মারুতি গাড়ীকরে কয়েকজন লোক ট্রাকথেকে রাবার নামাচ্ছেন৷ ট্রাক চালকের উপস্থিতির টেরপেয়ে চোরের দল মারুতিগাড়ীনিয়ে পালিয়েযায়৷ পরবর্তী সময় এই চুরির ঘটনা ট্রাক চালক রাবারের মালিক, গাড়ীর মালিক ও মনপাথর ফাঁড়ী থানায় জানান৷ ঘটনার খবরপেয়ে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তে নেমেছেন৷ ট্রাক চালক জানান চোরের দলকে তিনি চিনতে পারেননি৷ ঘটনাস্থলথেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে বলে জানাযায়৷ এই চুরিকান্ডে ৫৫০ কেজি রাবার চুরিহয়েছে বলে জানাযায়৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে এবং চোরদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষমহয়৷


নিশিকুটুম্বদের তান্ডব দিন দিন বেড়েই চলছে ধলাই জেলায়, রাতের আঁধারকে ডাল বানিয়ে নিশিকুটুম্বরা হানা দিচ্ছে দোকান ও বাড়িঘরে৷ সালেমা ব্লকের কচু ছড়া বাজারে এক দোকানে হানা দিয়ে নগদ অর্থ নিয়ে যায় নিশিকুটুম্ব এর দল৷ দোকানের মালিক বিমল দাস জানান গতকাল গভীর রাতের কোন এক সময়ে চোরের দল হানা দেয় তার দোকানে৷ দোকানে থাকা প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে যায় চোরের দল৷ দোকানের ঠিক পেছনে রয়েছে উনার বাড়ি৷ প্রায় সময়ই দোকানে তিনি টাকা রেখে যেতেন৷


গতকালও ঠিক একইভাবে তিনি দোকানে টাকা রেখে যান, শনিবার দোকানে এসে দেখতে পান দোকানের দরজা ভেঙ্গে চোরের দল টাকা নিয়ে যায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কচু ছড়া থানায়, কচু ছড়া থানার গাফিলতির কারণেই এমনটা ঘটেছে বলে অভিমত বাজার ব্যবসায়ীদের৷ একের পর এক চুরি হলেও কচু ছড়া থানার পুলিশ বাবুরা এখন পর্যন্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি, যার ফলে ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ৷