BRAKING NEWS

বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৭৩ জন, মৃত্যু ২০ জনের

ঢাকা, ২৪ জানুয়ারি (হি.স.): বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৭৩ জন । গত ২৪ ঘণ্টায় সেখানে  নতুন করে আরও ২০ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রবিবার বিকালে বাংলাদেশ স্বাস্থ্য দফতরের এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

দফতরের এক বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৭৩ জনকে নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্তেরসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৭৯৯ জন।  আরও ২০ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২৩ হয়েছে। গত একদিনে বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে  ৪ লক্ষ ৭৬ হাজার ৪১৩ জন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *