পিসিসি সভাপতির উপর হামলাকারী স্বদলীয় নেত জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ জানুয়ারি৷৷ রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাসের উপর প্রাণঘাতি আক্রমন এবং গাড়ি ভাঙচুর ঘটনায় আটক করা হয়ে ছিলো চারজনকে৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার আগরতলা বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয় প্রকৃত মাস্টার মাইন্ড জয়দুল হুসেনকে৷তিনি কংগ্রেস দলের সংখ্যালঘু সেলের সভাপতি পদে রয়েছেন৷প্রসঙ্গত,গত ১৭ জানুয়ারি সকাল বেলা বিশালগড়ে দুষৃকতিকারী দ্বারা আক্রান্ত হয় পিসিসি সভাপতি পিযূষ কান্তি বিশ্বাস৷


তিনি নাম ধাম দিয়ে শতাধিক ব্যাক্তির নামে বিশালগড় থানায় মামলা করেন৷তবে গত ১৯ তারিখ তিনজনকে বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার সকালে বহিঃরাজ্যে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থানার পুলিশ অপর একজন অভিযুক্ত মাস্টার মাইন্ড জয়দুল হুসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷ এয়ারপোর্ট থানা থেকে বিকালে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জয়দুল হুসেনকে বিকালে আদালত জেল হেপাজতে থাকার নির্দেশ দেন৷ তার পক্ষে দুজন এডভোকেট বেইল পিটিশন করলেও আদালত না মঞ্জুর করে দেয়৷

শুক্রবার আদালতে তোলা হলে আদালত ৪ ফেব্রুয়ারী পর্যন্ত জেল হেপাজত থাকার নির্দেশ দেন৷শুক্রবার পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস কে প্রাণঘাতী হামলা এবং গাড়ি ভাংচুর করার চারজন অভিযুক্তদের ১২ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *