মদ্রিদ, ২২ জানুয়ারি (হি. স.) : করোনা আক্রান্ত হলেন রিয়াল মাদ্রিদ দলের হেড কোচ জিনেদিন জিদান। শুক্রবার ক্লাবের তরফ থেকে সরকারি বিবৃতিতেই একথা জানানো হয়েছে। আপাতত সেলফ আইসোলেশনে থাকবেন জিদান।
এদিন ক্লাবের থেকে সরকারি বিবৃতিতে শুধু বলা হয়েছে, দলের হেড কোচ জিনেদিন জিদানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও তাঁর স্বাস্থ্যের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য সেখানে দেওয়া হয়নি। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল নাকি তিনি উপসর্গহীন ছিলেন, সেব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি।শনিবার আলাভেসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রিয়েল মাদ্রিদের। সেই ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না কোচ জিদান। এটা রিয়েল মাদ্রিদের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।