রাইস্যাবাড়িতে ধৃত তিন ঠিকেদারের জামিনে মুক্তি

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২১ জানুয়ারি৷৷ বুধবার নগদ পনের লক্ষ টাকা সহ তিন সন্দেহ ভাজনকে আটক করে রইস্যাবাড়ি থানার পুলিশ৷ ধৃতরা হলেন অমিত ভৌমিক, সুমন মজুমদার, অর্জুন দেবনাথ৷ বৃহস্পতিবার তাদের গন্ডাছড়া এসডিজেএম কোর্টে তেলা হলে বিচারক তাদের জামিনে মুক্তি দেয়৷


প্রসঙ্গত, রইস্যাবাড়ি থানার পুলিশ বুধবার বাজার থেকে একটি গাড়িকে আটক করে সন্দেহজনক অবস্থায়৷ তাদেরে কাছ থেকে নগদ ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়৷ পুলিশের প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই ১৫ লক্ষ টাকা জঙ্গীদের চাঁদা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল৷ ধৃতরা প্রত্যেকেই একটি নির্মাণ সংস্থার ঠিকেদার৷ তাদের কাছে জঙ্গীরা চাঁদা চেয়েছিল৷