আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.) : পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক টুইট বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতির মাধ্যমে আকর্ষণীয় হয়ে উঠেছে। রাজ্যের বহুমুখী উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমার শুভ কামনা রইল।
এদিন অন্য এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজ্যবাসীর সংস্কৃতি এবং সুহৃদয় জগৎজুড়ে ত্রিপুরাকে প্রশংসিত করেছে। এই রাজ্য বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। আগামীদিনেও একই উদ্দীপনা বজায় থাকুক।
উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীর শুভ কামনা করেছেন। এদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা এক টুইট বার্তায় বলেন, পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরার ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিপ্লবকুমার দেবের নেতৃত্বে রাজ্যে সুশাসনের নতুন যুগে প্রবেশ করেছে এবং উন্নতির দিকে এগিয়ে চলেছে। মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে ত্রিপুরা আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও আজ এক টুইট বার্তায় বলেন, রাজ্যের প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরায় আমার ভাই ও বোনদের অভিনন্দন। সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও, এখানকার মানুষের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব এবং দেশের অগ্রগতির প্রতি উৎসর্গের অনুভূতি অনুকরণযোগ্য।
এছাড়া, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজসিং চৌহান, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল পূর্ণ রাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।