পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করার দাবীতে হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ সিপিএম নেতৃত্ব মঙ্গলবার পুলিশের সদর কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ দেখিয়ে নিরাপত্তা দাবি জানায়৷ বিক্ষোভ প্রদর্শনের ক্ষোভ উগড়ে দিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস জানান ২০১৮ সালে বিধানসভার ফলাফল প্রকাশের পর শাসকদলের দুর্বৃত্তরা ক্রমাগত বিরোধী রাজনৈতিক উপর ফ্যাসিসট সুলভ আচরণ করে চলছে৷ গত তিন বছরে অনেক খুন হয়েছে৷ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে৷


তিনি বলেন, হাজার হাজার বিরোধী কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে৷ পঙ্গু হয়ে গেছে বহু কর্মী-সমর্থক৷ দোকানপাট, জীবিকা, ঘর বাড়ি সমস্ত কিছু আক্রান্ত৷ আক্রান্ত হওয়ার পর বিরোধী সমর্থকদের বাড়িতে জনপ্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না৷ শুধু তাই নয় নির্বাচনি এলাকায় যেতে পারছে না বিধায়করা৷ হীন রাজনৈতিক শুরু হয়েছে রাজ্যে৷ দু’শতাধিক দলীয় অফিস ভাঙচুর করেছে শাসক দলের দুর্বৃত্তরা৷ পুড়িয়ে দেওয়া হয়েছে বহু কর্মী সমর্থকদের বাড়িঘর৷ কিছু কিছু মহাকুমার এবং জেলা অফিস খুলতেও দেওয়া হচ্ছে না৷


সরকার এবং পুলিশের কাছে আইন শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে দাবি জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না৷ মানুষ সব বুঝতে পারছে বলে জানান তিনি৷ গত রবিবার ও রাজ্যসভার সদস্য ঝর্ণা দাশ বৈদ্যের গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ দেহরক্ষী আক্রমণ হয়েছেন৷ শহর দক্ষিণাঞ্চলে অফিস আক্রমণ হচ্ছে প্রতিনিয়ত৷ রাজ্য পুলিশ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে না৷ পুলিশের দায়িত্ব আইনের শাসন রক্ষা করা৷ কিন্তু পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে দাবী জানানো হচ্ছে৷ বিরোধীদের মিটিং মিছিল করার কর্মসূচির অনুমতি দিচ্ছে না পুলিশ৷ কিন্তু শাসক দল নিয়মিত কর্মসূচি পালন করে চলেছে৷ এ ধরনের ঘটনায় তীব্র নিন্দাজনক বলে জানান তিনি৷ দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন চলার পর রাজ্য পুলিশ মহানির্দেশকের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ব্যস্ত আছেন৷ আগামী বুধবার বা বৃহস্পতিবার বিরোধী দলের নেতৃত্বদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি৷ এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম আহ্বায়ক বিজন ধর সহ অন্যান্য নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *