গুয়াহাটি, ১৮ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটি মহানগরীতে ফের সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এবার পত্নীকে গলা চেপে শ্বাসরুদ্ধ করে খুন করেছে জনৈক স্বামী। ঘটনা গতকাল রবিবার রাতে সংঘটিত হয়েছে মহানগরের হাতিগাঁওয়ে৷
হাতিগাঁও থানা সূত্রে জানা গেছে, স্থানীয় লক্ষ্মীনাথ বেজবরুয়া পথের বাসিন্দা জনৈক মইনুল হকের সঙ্গে গত বেশ কিছুদিন ধরে তার পত্নী রশিদা বেগমের কোনও কারণে বিবাদ চলছিল। কিন্তু গতকাল রাতে ওই বিবাদের জেরে মইনুল তার পত্নী রশিদার গলা চেপে শ্বাসরুদ্ধ করে খুন করেছে। পত্নীর মৃত্যুর পর তার মৃতদেহকে দুটি বস্তায় পুরে তা তাদের বিছানার নীচে রেখে পালিয়ে গা ঢাকা দিয়েছে খুনি মইনুস হক।
থানার বড়বাবু এই খবর দিয়ে জানান, আজ সকালে ঘটনার খবর পেয়ে পুলিশের দল নিয়ে তাঁরা লক্ষ্মীনাথ বেজবরুয়া পথে মইনুলের ঘরে গিয়ে প্রাথমিক এনকুয়েস্ট করে রশিদার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠিয়েছেন। এছাড়া ঘটনা সম্পর্কে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে খুনি মইনুল হককে পাকড়াও করতে জাল বিছিয়েছে পুলিশ, জানান ওসি।