চিনের সংস্থা সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিল ব্রাজিল

ব্রাসোলিয়া, ১৮ জানুয়ারি (হি. স.) : মাত্র ৫০ শতাংশের সামান্য বেশি কার্যকরী হলেও চিনের সংস্থা সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিল ব্রাজিল। একই সঙ্গে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনকেও অনুমোদন দেওয়া হয়েছে। আর জরুরি ব্যবহারের অনুমোদনের পরেই লাতিন আমেরিকার দেশটিতে রবিবার থেকেই করোনার টিকাকরণ শুরু হয়েছে।

জানা গেছে, মোনিকা ক্যালাজেন্স নামে ৫৪ বছর বয়সী এক নার্স প্রথম টিকা গ্রহণ করেছেন। সাও পাওলোর এই বাসিন্দা চিনের তৈরি টিকা নিয়েছেন। উল্লেখ্য, বিশ্বের যে কয়টি দেশে চিনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিনোভ্যাক ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছিল, তার মধ্যে ব্রাজিল অন্যতম।

ব্রাজিলে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ লক্ষ  ৮৮ হাজার ৯৯ জন। আর মারা গিয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৮৬৮ জন। ব্রাজিলে করোনা মহামারী শুরুর পর থেকেই প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর প্রশাসনের পদক্ষেপ প্রশ্নবিদ্ধ হয়েছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করা, দেশজুড়ে কড়াকড়ি আরোপ না করায় দেশটিতে স্বল্প সময়ে করোনা ভাইরাস ভয়াবহ হয়ে উঠেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা রবিবার থেকেই জরুরি ভিত্তিতে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু করেছে। দেশের ২৭ রাজ্যে একইসঙ্গে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো নিজে টিকা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। জরুরি ব্যবহারের জন্য টিকার অনুমোদন দেওয়ায় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রশংসা করেছেন সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া।