কৃষকদের সমর্থনে মানববন্ধন কর্মসূচি কংগ্রেসের

হায়দরাবাদ, ১৭ জানুয়ারি (হি. স.): দিল্লি সীমান্তে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দেড়  মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখিয়ে চলেছে কৃষকরা। বিক্ষোভরত কৃষকদের প্রতি সহমর্মিতা ব্যক্ত করতে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে রবিবার সকালে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করল কংগ্রেস। তেলেঙ্গানার কামান্না জেলায় এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়। স্থানীয় কর্মী এবং কংগ্রেস নেতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।


 রাজ্য বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলনেতা মাল্লু ভাট্টি বিক্রমর্কা জানিয়েছেন, কৃষক সম্প্রদায় এবং কৃষি বিরোধী হচ্ছে এই নতুন কৃষি আইন। এই আইন বলবৎ থাকলে কৃষক এবং উপভোক্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাহুল গান্ধীর সংসদের ভেতরে এবং বাইরে সরব হয়েছেন। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করে নিক কেন্দ্রীয় সরকার।
 উল্লেখ করা যেতে পারে ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা। পূর্ণাঙ্গ মাত্রায় সে প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *