মেলবোর্ন, ১৭ জানুয়ারি (হি.স.): বিস্তর সর্তকতা অবলম্বন করেও করোনার হানা এড়ানো সম্ভব হচ্ছে না। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই ঘোর সমস্যায় আয়োজকরা। বিমানের সহযাত্রী করোনা আক্রান্ত হওয়ায় কোয়ারান্টাইনে ৪৭ জন টেনিস তারকা । এই সময় অনুশীলন করার অনুমতি না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক তারকা ।
করোনা সংক্রমণ এড়িয়ে নির্বিঘ্নে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আয়োজনের চেষ্টায় কসুর করছেন না আয়োজকরা ।যার জন্য প্রায় ১২০০ খেলোয়াড়, স্টাফ ও অফিসিয়ালদের আনার জন্য ১৫টি চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়দের মেলবোর্নে উড়িয়ে আনাই উদ্দেশ্য। তবে শুরুতেই বিপত্তি বাধে দু’টি বিমানে করোনা সংক্রমনের ঘটনা সামনে আসায়। শনিবার দু’টি বিমানে লস অ্যাঞ্জেলেস ও আবুধাবি থেকে খেলোয়াড়দের উড়িয়ে আনা হয় মেলবোর্নে। লস অ্যাঞ্জেলেস থেকে ২৪ জন খেলোয়াড় ও তাদের স্টাফরা মেলবোর্নে আসেন।
মোট ৭৯ জন যাত্রী ছিলেন সেই বিমানে। লস অ্যাঞ্জেলেস থেকে আসা বিমানের এক কর্মী ও একজন যাত্রী, যিনি খেলোয়াড় নন, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে, আবুধাবি থেকে ২৩ জন খেলোয়াড় মেলবোর্নে পা দেন। সেই বিমানে মোট যাত্রী ছিলেন ৬৪ জন। আবুধাবি থেকে আসা বিমানের এক যাত্রী করোনা পজিটিভ চিহ্নিত হন। তিনিও খেলোয়াড় নন। ফলে দু’টি বিমানে মেলবোর্নে আসা ৪৭ জন খেলোয়াড়কেই দু’সপ্তাহের কঠোর কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। এই ১৪ দিনের মধ্যে অনুশীলন তো দূরের কথা, হোটেল রুমের বাইরে বের হতে পারবেন না খেলোয়াড়রা।
কোয়ারান্টাইন নিয়ে আপত্তি না থাকলেও, বেশ কয়েকজন টেনিস তারকা অনুশীলন করতে পারবেন না বলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ।