নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) অযোধ্যাতে রাম জন্মভূমিতে নির্মিত হতে চলা বৃহৎ ভব্য রাম মন্দির নির্মাণের জন্য শুরু হতে চলা নিধি সমর্পণ অভিযানের শুভ সূচনা দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের থেকে রাশি সংগ্রহের মাধ্যমে । আগামী কাল ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি প্রথম তাঁর নিধি সমর্পণ করবেন । বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র দিল্লি প্রান্তের প্রচার প্রসার প্রমুখ মহেন্দ্র রাওয়াত এ তথ্য দিয়েছেন ।
এ জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর কেন্দ্রীয় নির্বাহী অলোক কুমার, রাম মন্দির ভবন নির্মাণ সমিতির সভাপতি নৃপেন্দ্র মিশ্র এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দিল্লি প্রান্তের সঙ্ঘচালক কুলভূষণ আহুজা, শুক্রবার সকাল ১১ টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাত করবেন বলে জানিয়েছেন মহেন্দ্র রাওয়াত ।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মতে, মকর সংক্রান্তি (১৫ জানুয়ারি) থেকে মাঘী পূর্ণিমা (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত এই অভিযানের সময় লক্ষ লক্ষ ভিএইচপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীরা সারা দেশে ১১ কোটি পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। তহবিল সমর্পণ অভিযানে স্বচ্ছতা বজায় রাখতে ট্রাস্ট ১০, ১০০ এবং ১০০০ টাকার কুপনের ব্যাবস্থা করেছেন । এক হাজারের বেশি পরিমাণ অর্থ রশিদ কেটে গ্রহণ করা হবে, এবং ২০ হাজারের বেশি অর্থ অ্যাকাউন্ট পে চেক বা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করা হবে। কুপন এবং রশিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দদেব গিরি স্বাক্ষরিত। এতে, ভগবান রামের এক হাতে ধনুক ধরে,অন্য হাতে আশীর্বাদ, রাম মন্দিরের মডেল এবং ট্রাস্টের লোগোর ছবিও ছাপা হয়েছে।