কাঞ্চনপুরে ভাল্লুকের আক্রমণে গুরুতর এক ব্যক্তি

আগরতলা, ১৪ জানুয়ারী (হি. স.)৷৷ জুম চাষ করার সময় ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত ব্যক্তি খেদাছড়ার বাসিন্দা গীতা মোহন রিয়াং বলে পরিচয় মিলেছে৷


তার পরিবারের সদস্য জানিয়েছেন, রাতে জুম ক্ষেতে গিয়েছিলেন৷ গভীর রাত ১টা নাগাদ পাহাড় থেকে ভাল্লুক নেমে আসে এবং তাকে সামনে পেয়ে অতর্কিত হামলা করে৷ ভাল্লুকের হামলায় তার চোখে-মুখে প্রচন্ড আঘাত লেগেছে৷


তিনি জানান, গীতা মোহন রিয়াং-কে প্রথমে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছিল৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চিকিৎসকরা তাকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করেছেন৷


উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর মহকুমার অধীন খেদাছড়া পাহাড়ি অধ্যুষিত এলাকা৷ সেখানে মূলত জানজাতিদের বসবাস৷ পাহাড়ের ভাঁজে জনজাতি-রা জুম চাষ করেন৷ এই জুম চাষ করেই তারা জীবিকা নির্বাহ করেন৷