ওয়াশিংটন, ১৪ জানুয়ারি (হি.স.): ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনাকে পরিকল্পনামাফিক ও সমন্বিত আখ্যা দিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প-সমর্থকদের হিংসার তীব্র নিন্দা করে জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বারা প্ররোচিত হয়ে রাজনৈতিক উগ্রবাদী এবং ঘরোয়া সন্ত্রাসীরা সুপরিকল্পিত হামলা চালিয়েছিল। আমেরিকার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ, দোষীদের অবশ্যই দায় নিতে হবে। জো বাইডেন বলেন, গত সপ্তাহে আমাদের গণতন্ত্রের উপর অপ্রত্যাশিত হামলা দেখেছি আমরা। আমাদের দেশের ২৪৪-বছরের ইতিহাসে এর আগে এমনটা কখনও হয়নি।
প্রেসিডেন্টের অফিস থেকে ট্রাম্পের বিদায় নিতে আর মাত্র এক সপ্তাহ বাকি, তারপরই আমেরিকার নতুন প্রেসিডেন্ট পদের দায়িত্বভার গ্রহণ করবেন ডেমোক্র্যাট জো বাইডেন। বাইডেনের সামনে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে সর্বাগ্রে করোনার বিরুদ্ধে লড়াই, অর্থনীতি চাঙ্গা করা। জো বাইডেন বলেছেন, ‘মারাত্মক ভাইরাস এবং মন্দা অর্থনীতির মধ্যে রয়েছে আমেরিকা। দেশের স্বার্থে এবার কাজ করতে হবে।’
উল্লেখ্য, ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার জেরে ইমপিচমেন্টের সম্মুখীন হয়েছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি দু’বার ইমপিচমেন্টের সম্মুখীন হয়েছেন। ট্রাম্প অবশ্য হিংসার নিন্দা করে বলেছেন, ‘আমার একজন প্রকৃত সমর্থক কখনওই রাজনৈতিক হিংসা সমর্থন করতে পারেন না, যদি কেউ এমনটা করে থাকেন, তাহলে সে আমাদের দেশকে আক্রমণ করছেন। আমরা তা বরদাস্ত করব না।’