কৃষি আইনে স্থগিতাদেশ : সুপ্রিম রায়কে স্বাগত জানায় বিজেপি, বললেন প্রদেশ কিষান মোর্চার সভাপতি

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.)৷৷ সুপ্রিম কোর্ট কৃষি আইনে স্থগিতাদেশ দিয়েছে৷ বিজেপি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে৷ কারণ, আমাদের লক্ষ্য কৃষি আইন সম্পর্কে অতীতের সমস্ত ভুলভ্রান্তি দূর হোক এবং আমরা ভবিষ্যতেও ইতিবাচক দৃষ্টিকোণ নিয়ে কৃষকদের কল্যাণে কাজ চালিয়ে যাব৷ আজ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চা সভাপতি জহর সাহা স্পষ্ট ভাষায় এ-কথা বলেছেন৷


তাঁর কথায়, বিজেপি সুপ্রিম কোর্টকে সম্মান করে এবং আদালতের সিদ্ধান্ত মেনে চলবে৷ আমরা আশা করি আন্দোলনকারী কৃষক সংগঠনগুলিও সুপ্রিম কোর্টের রায় মেনে নেবে৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রথম দিন থেকেই বলে আসছে যে আমাদের অন্যান্য উপায়ে এই সমস্যাটি সমাধান করতে হবে৷ শুরু থেকেই সরকার কৃষক সংগঠনের সাথে আলোচনা করতে চেয়েছিল৷ কোন সংশোধন প্রয়োজন হলে সেই প্রস্তাব আসলে সরকার ব্যবস্থা নেবে৷


সাথে তিনি যোগ করেন, সরকার কৃষক সংগঠনগুলিকে জাতীয় সড়ক ছেড়ে বিকল্প স্থানে আন্দোলন করার জন্য আবেদন জানিয়েছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই সংস্থার সাথে কথা বলেছেন৷ কিন্তু, আন্দোলনকারীরা সরকারের কোন আবেদনে সাড়া দেয়নি৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার কৃষক সংগঠনগুলির সাথে নয় বার আলোচনা করেছে৷শুধু তাই নয়, কৃষি আইন ২০২০-র প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং কিছু ক্ষেত্রে সরকার কৃষক সংস্থার দাবীও মেনে নিয়েছে৷ তবে কৃষক সংগঠনগুলি সমগ্র কৃষি আইন বাতিল করার দাবি-তে অনড় রয়েছে, আক্ষেপ করে বলেন জহর সাহা৷
তিনি অভিযোগ করেন, বিরোধী দল এবং কিছু সংস্থা তাদের কর্মসূচি অনুসারে কৃষক সংগঠনকে বিভ্রান্ত করেছে৷ সরকার এই বিষয়গুলিতে একমত হয়নি৷ তিনি কংগ্রেস এবং কমিউনিস্টদের নিশানা করে বলেন, তাদের অস্তিত্ব এখন গুরুতর সংকটে রয়েছে৷ কারণ, রাজনীতিতে টিকে থাকার অন্য কোন পথ খুঁজে পাচ্ছে না৷