কৃষি আইনে স্থগিতাদেশ, আলোচনার জন্য কমিটি গড়ল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): প্রত্যাশিত ছিলই। কৃষি আইন বাস্তবায়নে স্থগিতাদেশই দিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত বাস্তবায়ন করা যাবে না কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন। পাশাপাশি কৃষি আইন নিয়ে আলোচনার জন্য ও বৈধতা খতিয়ে দেখতে কমিটি গড়ল সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের এই রায়ে যথেষ্ট অস্বস্তি পড়ল মোদী সরকার। কৃষকরা অবশ্য চাইছেন, কোনওরকম সংশোধন নয়, কোনও কমিটির সঙ্গে কথা নয়, সম্পূর্ণ ভাবে আইন প্রত্যাহার করতে হবে সরকারকে।


তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি একত্রিত করে সোমবার শুনানি হয় প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের বেঞ্চে। সোমবারই কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে একের পর এক বিষয়ে প্রশ্ন তুলে তীব্র ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার দ্বিতীয় দফার শুনানি শুরু হলে, কৃষি আইন বাস্তবায়নে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কৃষি আইনের বৈধতা খতিয়ে দেখতে কমিটি গড়া ছাড়া পথ নেই, বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আইন স্থগিত রাখার ক্ষমতা রয়েছে আমাদের। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য আইন স্থগিত রাখা যায় না। কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া, যাতে বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা মেলে।


কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে দিল্লির বিভিন্ন সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা। মঙ্গলবার শুনানির সময় কৃষকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, রামলীলা ময়দান অথবা অন্য কোনও স্থানে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দিল্লির পুলিশ কমিশনারের কাছে অনুমতি চাইতে পারেন কৃষকরা। এবার প্রজাতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর মিছিল বের করতে পারেন আন্দোলনরত কৃষকরা, ট্র্যাক্টর মিছিল বন্ধ করা নিয়ে একটি আবেদনের প্রেক্ষিতে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *