ব্যাঙ্কক, ১২ জানুয়ারি (হি.স.): ফের করোনাভাইরাসে সংক্রমিত হলেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। করোনা পজিটিভ রিপোর্ট এসেছে এইচ এস প্রণয়েরও। ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন খেলতে গিয়ে করোনা সংক্রমিত হয়েছেন তাঁরা। সাইনার সান্নিধ্যে আসায় কোয়ারেন্টাইনে রয়েছেন পারুপল্লি কাশ্যপ। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা-আক্রান্ত হওয়ার পর ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন থেকে নিজেদের নাম তুলে নিয়েছেন সাইনা ও প্রণয়। কোয়ারেন্টাইনে থাকায় কাশ্যপও নিজের নাম তুলে নিয়েছেন।
সোমবার তৃতীয় বারের জন্য করোনা-পরীক্ষা করা হয় সাইনাদের। মঙ্গলবার ওয়ার্ম আপ ম্যাচের আগে সাইনাকে জানানো হয় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। ১০ দিনের জন্য ব্যাঙ্কক হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকবেন সাইনা, প্রণয়। এর ফলে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তাঁরা। এই প্রথম নয়, এর আগেও করোনা সংক্রমিত হয়েছিলেন সাইনা। সেবার তাঁর সঙ্গে করোনা পজিটিভ ছিলেন তাঁর স্বামী, ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লি কাশ্যপও। এবার তিনি সংক্রমিত না হলেও সাইনার সঙ্গে থাকার জন্য তাঁকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনিও।