BRAKING NEWS

চবিবশ ঘন্টায় আরও দু’জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৮ জানুয়ারি৷৷ পৃথক স্থানে দুজনের অস্বাভাবিক মৃত্যু হল৷ একজন যুবক, অপরজন বৃদ্ধা৷ দুটি ঘটনারই পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ দুজনেরই ফাঁসিতে জুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷
রাজধানী আগরতলা শহর সংলগ্ণ অরুন্ধতী নগর থানা এলাকার দীনদয়াল আশ্রম সংলগ্ণ এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম তাপস দাস৷ পেশায় ক্যাটারার৷ মাত্র কুড়ি দিন আগে বিয়ে করে ওই যুবক৷ বিয়ের কুড়ি দিনের মাথায় ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷


সংবাদ সূত্রে জানা গেছে তাপস দাস নামে ওই যুবক গতকাল রাতে ক্যাটারার এর কাজ করতে একটি বিয়ে বাড়িতে গিয়েছিল৷ রাত সাড়ে বারোটা নাগাদ তার স্ত্রী পায়েল দেবনাথ তাকে ফোন করে বাড়িতে আসার জন্য৷ এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়৷ রাত ২টা নাগাদ সে বাড়িতে আসে৷ বাড়িতে আসার পর ও তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়৷ কিছুক্ষণ বাদেই সে ঘর থেকে বেরিয়ে যায়৷ বিষয়টি নববধূ পায়েল দেবনাথ বাড়ির অন্যান্যদের ডেকে ঘুম থেকে তোলে জানায়৷

পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে সে ফাঁসিতে ঝুলে রয়েছে৷ মৃত স্ত্রী পায়েল দেবনাথ জানায় মাত্র ২০ দিন আগে ভালোবেসে তাদের দুজনের বিয়ে হয়েছে৷ পায়েলের বাপের বাড়ির লোকজনরা এই সম্পর্ক এখনো মেনে নেননি৷ তাপসের হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসার পর তিনদিন অন্যান্য জায়গায় কাটিয়ে স্বামীগৃহে আসে পায়েল৷ পায়েল জানায় তার স্বামী তাপস মদ্যপান করত৷ তবে তাকে বিয়ে করে ঘরে আনার পর নেশার কবল থেকে অনেকটাই মুক্ত হয়েছিল সে৷সামান্য কথা কাটাকাটি কে কেন্দ্র করে তাঁর স্বামী এ ধরনের ঘটনা সংগঠিত করবে সে তা স্বপ্ণেও ভাবতে পারেনি৷ বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় নবপরিণীতা স্বামীহারা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে শুক্রবার অরুন্ধতী নগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে তাপসের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ৷ তবে এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷


এদিকে, নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল ৬০ বয়সি এক বৃদ্ধা৷ঘটনা তেলিয়ামুড়া থানধীন চালিতা বাড়ি এলাকায় শুক্রবার বিকেলে৷সংবাদে জানা যায় এই বৃদ্ধ মহিলা নাম মোহন বাঁশি সরকার৷পুলিশ খবর দিয়ে জানায় বৃদ্ধ মহিলার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷শুক্রবার বাড়ির লোকেদের নজর কেরে নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করলে৷পরে বাড়ির লোকেরা দরজা ভেঙ্গে দেখতে পাই বৃদ্ধ মহিলাটি হাসিতে আত্নহত্যা করেছে৷খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *