নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি. স.): ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের অন্তর্গত রেওয়ারি-মাদার রেল সংযোগ দেশের উন্নয়নের নতুন কীর্তি অর্জন করবে বলে মনে করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতি লিখেছেন, ‘ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের ৩০৬ কিলোমিটার লম্বা রেওয়ারি-মাদার সেকশন জাতির উদ্দেশ্যে সমর্পিত করা এবং ডবল স্টেক কন্টেনার ট্রেন পরিচালন শুরু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। রেলওয়ের এই করিডর দেশের উন্নয়নের জন্য নতুন কীর্তিমান স্থাপন করবে।’
নিজের অপর একটি টুইট বার্তায় বিজেপি সভাপতি আরও লিখেছেন, কৃষক, উদ্যমী ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকদের অপার সম্ভাবনা প্রদান করতে সাহায্য করবে এই করিডোর। রাজ্যগুলির মধ্যে ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি হওয়ায় দ্রুততার সঙ্গে পণ্য বন্টন সহায়ক হয়ে উঠবে। এর মাধ্যমে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।
উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের ৩০৬ কিলোমিটার লম্বা রেওয়ারি-মাদার সেকশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও সবুজ পতাকা নেড়ে কন্টেনার ট্রেনকে (১.৫ কিলোমিটার লম্বা) গন্তব্যের উদ্দেশে রওনা করেছেন প্রধানমন্ত্রী।
মোদী এদিন অনুষ্ঠানের শুরুতে বলেন, দেশের পরিকাঠামোকে আধুনিক বানানোর ক্ষেত্রে চলতে থাকা মহাযজ্ঞ নতুন গতি অর্জন করল। কিছু দিন আগে দু’টি ‘মেড ইন ইন্ডিয়া’ কোভিড-১৯ টিকা দেশবাসীর মনে আশার আলো জাগিয়েছে। ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর ভারতের জন্য গেম-চেঞ্জার হিসেবে দেখা দিচ্ছে। এর ফলে ভারতের বিভিন্ন প্রান্তে নতুন গ্রোথ সেন্টারের উন্নয়ন হবে।