নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): বিশিষ্ট সমাজকর্মী তথা শিক্ষাবিদ সাবিত্রীবাঈ ফুলের জন্মজয়ন্তী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
রবিবাসরীয় সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজের টুইট বার্তায় লিখেছেন, ‘ ক্রান্তি জ্যোতি ‘ সাবিত্রীবাঈ ফুলের জন্মজয়ন্তী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। আধুনিক ভারতের প্রথম শিক্ষক। নারী শিক্ষার অনুপ্রেরণা। সামাজিক কুসংস্কার দূরীকরণে এবং নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে গিয়েছেন তিনি।
কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজের টুইট বার্তায় লিখেছেন, জন্মজয়ন্তী উপলক্ষে সাবিত্রীবাঈ ফুলের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল। নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা, শিক্ষার জন্য তিনি জীবনভর সংগ্রাম করে গিয়েছেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তার উদ্যোগ সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছিল।
উল্লেখ করা যেতে পারে সাবিত্রীবাঈ ফুলে মহারাষ্ট্রের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং কবি ছিলেন।

