ভোপাল, ৩ জানুয়ারি (হি. স.): রবিবাসরীয় সকালে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অত্যন্ত ঘনিষ্ঠ দুই অনুগামী তুলশীরাম সিলাওয়াত এবং গোবিন্দ সিং রাজপুতকে মন্ত্রিসভায় যুক্ত করা হল। নবনিযুক্ত এই দুই মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আনন্দিবেন মফত ভাই প্যাটেল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজধানী ভোপালের রাজভবনে শপথ বাক্য পাঠ এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের মন্ত্রিসভায় সর্বোচ্চ ৩৫ জন মন্ত্রীকে স্থান দেওয়া যেতে পারে। বর্তমানে মধ্যপ্রদেশের মন্ত্রিসভায় ২৩ জন ক্যাবিনেট মর্যাদাসম্পন্ন মন্ত্রী এবং সাত জন রাষ্ট্রমন্ত্রী রয়েছেন। উল্লেখ করা যেতে পারে তুলশীরাম সিলাওয়াত হচ্ছেন সানওয়ার এবং গোবিন্দ সিং রাজপুত হচ্ছেন সুরখির বিধায়ক।

