নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার করোনা প্রতিষেধককে জরুরী পরিস্থিতিতে সীমিত ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে ডি সি জি আই। এ বিষয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। এবার এ বিষয়ে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।
রবিবার নিজের টুইট বার্তা অশ্বিনীকুমার চৌবে লিখেছেন, কোভ্যাকসিন, কোভিশিল্ডের জরুরী ভিত্তিক ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে ডি সি জি আই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি বড় সাফল্য। আগামী দিনে ভারত করোনা মুক্ত হবে। বৈজ্ঞানিক, স্বাস্থ্যকর্মী এবং দেশবাসীকে আন্তরিক অভিনন্দন।

