জমে বরফ লাদাখের দ্রাস, গুলমার্গ কাঁপছে -৯ ডিগ্রিতে

শ্রীনগর, ১ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা। ঠাণ্ডায় জবুথবু কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। জমে বরফ হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকা এবং লাদাখের বিভিন্ন প্রান্ত। শুক্রবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা পারদ নেমেছে মাইনাস ৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠাণ্ডায় জমে গিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের দ্রাস শহর। দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৮ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৯.০ ডিগ্রি। লাদাখের লেহ এবং কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৭.০ ডিগ্রি এবং ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন লেহ এবং লাদাখের মানুষজন। এছাড়াও জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ খানিকটা বেড়ে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।